Raspberry Pi Bangla Tutorial - Installing OS Raspberry Pi OS একটি Unix-like অপারেটিং সিস্টেম। যা Debian নামক Linux distribution নির্ভর। সর্...
Raspberry Pi Bangla Tutorial - Installing OS
Raspberry Pi OS একটি Unix-like অপারেটিং সিস্টেম। যা Debian নামক Linux distribution নির্ভর। সর্বপ্রথম ২০১২ সালে রাস্পবেরি পাই একটি Single Board Computer এর মাধ্যমে এই অপারেটিং সিস্টেম নিয়ে যাত্রা শুরু করে।
২০১২ থেকে এখন পর্যন্ত "রাস্পবেরি পাই" তাদের এই অপারেটিং সিস্টেমের জন্য বেশ কয়েকটি সংস্করণ নিয়ে এসেছে। প্রতিবার অপারেটিং সিস্টেমের বড় ধরণের পরিবর্তনের সাথে সাথে এর সংস্করণের নামেরও পরিবর্তন লক্ষ্য করা যায়।
15-07-2012 = wheezy
07-05-2015 = jessie
17-08-2017 = stretch
24-06-2019 = buster
30-10-2021 = bullseye
অপারেটিং সিস্টেমটির পূর্বের ভার্ষণ গুলো এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।
আমি যখন টিউটরিয়্যালটি লিখতে বসেছি, তখন রাস্পবেরি পাই অপারেটিং সিস্টেমের জন্য সর্বশেষ সংস্করণ হলো raspios-bullseye যা release করা হয়েছে ২২-সেপ্টেম্বর, ২০২২।
প্রয়োজনীয় যন্ত্রপাতি:
- microSD Card (কমপক্ষে 8GB, তবে 16GB অথবা 32GB ব্যবহার করাই উত্তম)
- USB Card Reader
- USB Power Adapter for Raspberry Pi
- Raspberry Pi
প্রয়োজনীয় সফটওয়্যার:
- Raspberry Pi Imager
- Raspberry Pi OS
- 64-bit OS for 3B / 3B+ / 3A+ / 4 / 400 / CM3 / CM3+ / CM4 / Zero 2W
- 32-bit OS for All Raspberry Pi Models
- SD Card Formatter
No comments