Page Nav

HIDE

Recent Post:

latest

Resistor Value Code

Introduction:  আকৃতিতে ছোট এবং দামে সস্তা হওয়ায়, SMD Component এর ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে এই SMD Component (যেমনঃ SMD Resistor) ...

Resistor-Value-Code-Thumbnail

Introduction: 

আকৃতিতে ছোট এবং দামে সস্তা হওয়ায়, SMD Component এর ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে এই SMD Component (যেমনঃ SMD Resistor) এর ক্ষেত্রে Color Coding এর পরিবর্তে Resistor Value Code ব্যবহার করা হয়। এই SMD Resistor গুলো আকৃতিতে ছোট হলেও, flat body তে লেখা যে কোন ছোট সংখ্যা সহজেই পড়া যায়। পাশাপাশি এই coding-method এর জন্য কোন রঙের মান মনে রাখার প্রয়োজন হয় না। তাই এই পদ্ধতিটি সবচেয়ে সহজ এবং জনপ্রিয়।

ইতিপূর্বে আমরা Resistor Color Code-এ 4 Band এবং 5 Band রেজিষ্টরের জন্য কালার কোডিং লক্ষ্য করেছি। একইভাবে Resistor Value Code-এর ক্ষেত্রেও তিন ধরণের (3-digit-code, 4-digit-code and EIA-96) ভিন্ন coding-method ব্যবহার করা হয়। 


3-Digit Value Decoding

Resistor-Value-Code-3-Digit

এই ধরণের রেজিষ্টরের গায়ে তিনটি সংখ্যা থাকে। যেখানে প্রথম দুইটি সংখ্যা, Significant Digits এবং তৃতীয় সংখ্যাটি Multiplier Number (number of zeros) হিসাবে ব্যবহার করা হয়। তবে যে সকল রেজিষ্টরের মান ১০ ওহমের নিচে, তাদের ক্ষেত্রে Multiplier Number থাকে না। এক্ষেত্রে দশমিক সংখ্যার পরিবর্তে ইংরেজী বর্ণ 'R' ব্যবহার করা হয়। 

103 = 10 x 103 = 10 x 1000 = 10,000Ω = 10KΩ 

151 = 15 x 101 = 15 x 10 = 150Ω

100 = 10 x 100 = 10 x 1 = 10Ω

4R7 = 4.7Ω 

 

4-Digit Value Decoding

Resistor-Value-Code-4-Digit

এই ধরণের রেজিষ্টরের গায়ে চারটি সংখ্যা থাকে। যেখানে প্রথম তিনটি সংখ্যা, Significant Digits এবং চতুর্থ সংখ্যাটি Multiplier Number (number of zeros) হিসাবে ব্যবহার করা হয়। তবে যে সকল রেজিষ্টরের মান ১০০ ওহমের নিচে, তাদের ক্ষেত্রে Multiplier Number থাকে না। এক্ষেত্রে দশমিক সংখ্যার পরিবর্তে ইংরেজী বর্ণ 'R' ব্যবহার করা হয়। 

1002 = 100 x 102 = 100 x 100 = 10,000Ω = 10KΩ

1500 = 150 x 100 = 150 x 1 = 150Ω

1000 = 100 x 100 = 100 x 1 = 10Ω

4R70 = 4.7 x 100 = 4.7 x 1 =  4.7Ω


EIA-96 Value Decoding

Resistor-Value-Code-EIA-96
বর্তমান সময়ে EIA-96 নামে নতুন একটি Resistor Value Coding Method যুক্ত হয়েছে। এই পদ্ধতিতে সর্বমোট তিনটি character code  ব্যবহার করা হয়। যেখানে প্রথম দুইটি (number) সংখ্যার মাধ্যমে 3 Significant Digit এবং তৃতীয় (letter) বর্ণটিকে Multiplier ধরা হয়। 
 

Resistor Value Code Table (EIA-96)

Resistor-Value-Code-EIA-96-Table

Power Rating

SMD-Resistor এর Power Rating এর সাথে তার আকার এবং PCB-Package একটি সুনির্দিষ্ট (standard) সম্পর্ক রয়েছে। তাই নির্দিষ্ট package-এর রেজিষ্টরের জন্য Power Rating নির্দিষ্ট। 
 

Power Rating Table

Resistor-Value-Code-Power-Rating

Tolerance

SMD Resistor এর ক্ষেত্রে Tolerance এর জন্য ভিন্ন কোন কোড বা ভ্যালু থাকে না। এখানে ভিন্ন ভিন্ন Tolerance এর জন্য ভিন্ন ভিন্ন coding-method ব্যবহার করা হয়। 

যেমনঃ Tolerance 5% এর ক্ষেত্রে 3-digit-code এবং Tolerance 1% অথবা তার চেয়ে কম হলে 4-digit-code অথবা EIA-96 Coding Method অনুসরণ করা হয়। (তবে অনেক ক্ষেত্রেই এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়, তাই সব সময় Manufacturer Datasheet দেখে নেওয়াই উত্তম।)

Special Notes

  • 0, 00, 000 অথবা 0000 মার্ক করা সকল রেজিষ্টরের মান 0Ω যা jumper এর এর বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।
  • Tolerance = 5% এর জন্য যেহেতু 3-digit-code কে reserved করা হয়েছে। তাই 1% Tolerance এর রেজিষ্টরের ক্ষেত্রে 3-digit-code ব্যবহার করা হলে যেকোন একটি ডিজিট অথবা সকল ডিজিটের নিচে underline করা থাকবে। 
  • Shunt Resistor (Milli-ohm) এর ক্ষেত্রে দশমিক সংখ্যার পরিবর্তে M, m অথবা L ব্যবহার করা হয়। যেমনঃ 1M50 = 1.50mΩ, 2M2 = 2.2mΩ, 5L00 = 5mΩ ইত্যাদি।
  • রেজিষ্টরের মানের উপরে বা নিচে লম্বা দাগ (long bar on top or under the code) ব্যবহার করা হলে বুঝতে হবে, এটি একটি shunt resistor। যেমনঃ 1m5 1.5mΩ, R0011mΩ, 101 = 0.101Ω, 047 = 0.047Ω ইত্যাদি। 
  • জায়গার সল্পতার কারণে অনেক সময় সংখ্যার শুরুতে 'R' এর পরিবর্তে underline মার্ক ব্যবহার করা হয়। যেমনঃ R047 = 047 = 0.047Ω ইত্যাদি।

No comments