Install Python 3.11.1 on Windows ধাপ-১: পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বপ্রথম Python Software টি ডাউনলোড করে নাও। ডাউনলোড করা...
Install Python 3.11.1 on Windows
ধাপ-১:
পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বপ্রথম Python Software টি ডাউনলোড করে নাও।
ডাউনলোড করা python-3.11.1-amd64.exeফাইলের উপর Mouse-Right-Button-Click করে Run as Administrator দিয়ে প্রোগ্রামটি চালু করো।
ধাপ-২:
Python 3.11.1 (64-bit) Setup নামে নতুন একটি উইনডোউ দেখতে পাবে।
এখান থেকে Add python.exe to PATH এর checkmark করো।
ধাপ-৩:
এখন Customize Installation এর ক্লিক করো।
ধাপ-৪:
Next এ ক্লিক করো।
ধাপ-৫:
এখন Install এ ক্লিক করো।
ধাপ-৬:
সেটাপ হতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। অনুগ্রহ করে অপেক্ষা করো।
ধাপ-৭:
এখন Close বাটনে ক্লিক করে বের হয়ে এসো।
Check Python is Working or Not?
তুমি যদি Windows Operating System ব্যবহারকারী হয়ে থাকো, তাহলে কীবোর্ড থেকে Windows + R প্রেস করো। ফলে Run উইনডোউ ওপেন হবে। এখানে টাইপ করো cmd এবং কীবোর্ড থেকে Enter বাটনে Hit করো।
ফলে Command Prompt চালু হবে। Python এর জন্য ইনষ্টল হওয়ার ভার্ষণটি চেক করা জন্য python --version লিখে Enter প্রেস করো
লক্ষ্য করে দেখো, আমাদের কম্পিউটারে Python 3.11.1 ভার্ষণটি সফলভাবে ইনষ্টল হয়েছে।
এখন আমি পরীক্ষা করে দেখতে চাই, পাইথন ঠিকভাবে কাজ করছে কি না? এজন্য আমি এখানে python লিখে Enter দিচ্ছি। এতে Python Interpreter টি চালু হয়ে যাবে।
এখনে আমি দুইটি সংখ্যার যোগফল বের করা জন্য একটি Python Command লিখছি। যেমন: 2 + 5 । এবং সাথে সাথে Python আমাকে উত্তর দিয়েছে 7 লিখে। তার মানে Python এখানে সঠিক ভাবে কাজ করছে।
No comments