Page Nav

HIDE

Recent Post:

latest

Python Install on Windows in Bangla

Install Python 3.11.1 on Windows ধাপ-১:  পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বপ্রথম Python Software টি ডাউনলোড করে নাও। ডাউনলোড করা...

Install Python 3.11.1 on Windows

ধাপ-১: 

পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বপ্রথম Python Software টি ডাউনলোড করে নাও।

Run-Python-Installer

ডাউনলোড করা python-3.11.1-amd64.exeফাইলের উপর Mouse-Right-Button-Click করে Run as Administrator দিয়ে প্রোগ্রামটি চালু করো।

ধাপ-২: 

Python 3.11.1 (64-bit) Setup নামে নতুন একটি উইনডোউ দেখতে পাবে।

Python-Setup-Window

এখান থেকে Add python.exe to PATH এর checkmark করো।

ধাপ-৩: 

Select-Customize-Installation

এখন Customize Installation এর ক্লিক করো।

ধাপ-৪: 

Optional-Feature

Next এ ক্লিক করো।

ধাপ-৫: 

Advanced-Options

এখন Install এ ক্লিক করো।

ধাপ-৬: 

Setup-Progress

সেটাপ হতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। অনুগ্রহ করে অপেক্ষা করো।

ধাপ-৭: 

Setup-was-Successful

এখন Close বাটনে ক্লিক করে বের হয়ে এসো।


Check Python is Working or Not?

তুমি যদি Windows Operating System ব্যবহারকারী হয়ে থাকো, তাহলে কীবোর্ড থেকে Windows + R প্রেস করো। ফলে Run উইনডোউ ওপেন হবে। এখানে টাইপ করো cmd এবং কীবোর্ড থেকে Enter বাটনে Hit করো।

Open-Run-Command

ফলে Command Prompt চালু হবে। Python এর জন্য ইনষ্টল হওয়ার ভার্ষণটি চেক করা জন্য python --version লিখে Enter প্রেস করো

Python-Check-Version

লক্ষ্য করে দেখো, আমাদের কম্পিউটারে Python 3.11.1 ভার্ষণটি সফলভাবে ইনষ্টল হয়েছে।

Python-Interpreter

এখন আমি পরীক্ষা করে দেখতে চাই, পাইথন ঠিকভাবে কাজ করছে কি না? এজন্য আমি এখানে python লিখে Enter দিচ্ছি। এতে Python Interpreter টি চালু হয়ে যাবে।

Python-Sum-two-Number

এখনে আমি দুইটি সংখ্যার যোগফল বের করা জন্য একটি Python Command লিখছি। যেমন: 2 + 5 । এবং সাথে সাথে Python আমাকে উত্তর দিয়েছে 7 লিখে। তার মানে Python এখানে সঠিক ভাবে কাজ করছে।

No comments