Page Nav

HIDE
Wednesday, April 2

Pages

Recent Post:

Python Install on Windows in Bangla

Install Python 3.11.1 on Windows ধাপ-১:  পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বপ্রথম Python Software টি ডাউনলোড করে নাও। ডাউনলোড করা...

Install Python 3.11.1 on Windows

ধাপ-১: 

পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বপ্রথম Python Software টি ডাউনলোড করে নাও।

Run-Python-Installer

ডাউনলোড করা python-3.11.1-amd64.exeফাইলের উপর Mouse-Right-Button-Click করে Run as Administrator দিয়ে প্রোগ্রামটি চালু করো।

ধাপ-২: 

Python 3.11.1 (64-bit) Setup নামে নতুন একটি উইনডোউ দেখতে পাবে।

Python-Setup-Window

এখান থেকে Add python.exe to PATH এর checkmark করো।

ধাপ-৩: 

Select-Customize-Installation

এখন Customize Installation এর ক্লিক করো।

ধাপ-৪: 

Optional-Feature

Next এ ক্লিক করো।

ধাপ-৫: 

Advanced-Options

এখন Install এ ক্লিক করো।

ধাপ-৬: 

Setup-Progress

সেটাপ হতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। অনুগ্রহ করে অপেক্ষা করো।

ধাপ-৭: 

Setup-was-Successful

এখন Close বাটনে ক্লিক করে বের হয়ে এসো।


Check Python is Working or Not?

তুমি যদি Windows Operating System ব্যবহারকারী হয়ে থাকো, তাহলে কীবোর্ড থেকে Windows + R প্রেস করো। ফলে Run উইনডোউ ওপেন হবে। এখানে টাইপ করো cmd এবং কীবোর্ড থেকে Enter বাটনে Hit করো।

Open-Run-Command

ফলে Command Prompt চালু হবে। Python এর জন্য ইনষ্টল হওয়ার ভার্ষণটি চেক করা জন্য python --version লিখে Enter প্রেস করো

Python-Check-Version

লক্ষ্য করে দেখো, আমাদের কম্পিউটারে Python 3.11.1 ভার্ষণটি সফলভাবে ইনষ্টল হয়েছে।

Python-Interpreter

এখন আমি পরীক্ষা করে দেখতে চাই, পাইথন ঠিকভাবে কাজ করছে কি না? এজন্য আমি এখানে python লিখে Enter দিচ্ছি। এতে Python Interpreter টি চালু হয়ে যাবে।

Python-Sum-two-Number

এখনে আমি দুইটি সংখ্যার যোগফল বের করা জন্য একটি Python Command লিখছি। যেমন: 2 + 5 । এবং সাথে সাথে Python আমাকে উত্তর দিয়েছে 7 লিখে। তার মানে Python এখানে সঠিক ভাবে কাজ করছে।

No comments

Proteus Latest Version | Proteus Professional 8.17 Licence Y...

Django Custom Admin Panel in Bangla

Atoms and their structure explained in Bangla

Django Default Admin Panel in Bangla

Startup Django Project from Scratch Using VSCode in Bangla

Install Django on Python in Bangla

Python Install on Windows in Bangla

IPv4 - Address Classes

Raspberry Pi Bangla Tutorial - Installing OS

Standard Resistor Values | E-Series