Page Nav

HIDE

Recent Post:

latest

Resistor

Definition: পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্য, বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে- তাকে Resistance বলে। বর্তনীতে উপস্থিত যে কম্প...

Resistor | Introducing The Resistor

Definition:

পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্য, বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে- তাকে Resistance বলে। বর্তনীতে উপস্থিত যে কম্পোনেন্ট বা যন্ত্রাংশ resistance এর গুণাবলি প্রদর্শন করে তাকে Resistor বলা হয়। রেজিষ্টরের একক (unit) হিসাবে Ω (ohm) ব্যবহার করা হয়।

Resistor Symbol:

নিচের ছবিতে রেজিষ্টরের জন্য ব্যবহৃত Circuit Symbol দেখানো হলো।
 
Resistors-Symbol

সার্কিট ডিজাইনে রেজিষ্টরের জন্য দুই ধরণের symbol এর ব্যবহার লক্ষ্য করা যায়। এদের মধ্যে একটি হলো IEEE Standard এবং অন্যটি IEC Standard। যেখানে IEEE Standard টি বিগত সময়ে ব্যবহার করা হলেও, বর্তমানে IEC Standard কে নতুন সকল ডিজাইনে ব্যবহার করা হয়। তবে আপনি যে কোন একটি ব্যবহার করতে পারেন।
 

Resistor Function: 

বৈদ্যুতিক বর্তনীতে রেজিষ্টর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। নিম্নে রেজিষ্টর ব্যবহারের কিছু ক্ষেত্র তুলে ধরা হলো।
 
  • বৈদ্যুতিক বর্তনীর কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণে 
  • ভোল্টেজ কমাতে 
  • সিগন্যাল লেভেল সমন্বয় করতে 
  • একটিভ ইলিমেন্ট অপারেট করতে 

একটি রেজিষ্টর কারেন্ট প্রবাহে যতবেশি বাধা প্রদান করতে পারে, তার মান তত বেশি। উদাহরণ হিসাবে বলা যায়, ১০০ ওহম রেজিষ্টরের তুলনায়, ১৫০ ওহম রেজিষ্টরের ভিতর দিয়ে কম কারেন্ট প্রবাহিত হতে পারে।
Resistor-Current-Flow

Types of Resistors: 

রেজিষ্টর সাধারণত দুই প্রকার হয়ে থাকে। 

  1. Fixed Resistor
  2. Variable Resistor


Fixed Resistor :

নিচের ছবিতে বিভিন্ন ধরণের রেজিষ্টরের কিছু ছবি দেওয়া হলো।
Fixed-Resistors
ছবি থেকে আশা করি একটি বিষয় পরিষ্কার হয়েছে যে, রেজিষ্টরের আকার আকৃতি বেশ কয়েক ধরণের হতে পারে। আকৃতিতে বড় রেজিষ্টরের মান সরাসরি গায়ে লেখা থাকে। অপরদিকে ছোট রেজিষ্টের ক্ষেত্রে (পর্যাপ্ত জায়গা না থাকার কারণে) গায়ে রঙিন দাগ এঁকে, মান প্রকাশ করা হয়। রঙিন দাগ এঁকে, রেজিষ্টরের মান প্রকাশ করার এই পদ্ধতিকে রেজিষ্টরের এর Color Coding বলে।
 
এ পর্যন্ত আমরা যে রেজিষ্টর নিয়ে আলোচনা করেছি, এগুলোকে Fixed Resistor বলা হয়। এ ধরণের রেজিষ্টরের মান পরিবর্তন করা যায় না। সরাসরি গায়ে অথবা Color Coding এ যে মান প্রকাশ করা হবে, (তাপমাত্রা স্থির থাকলে) সর্বদা এই একই মান পাওয়া যাবে।

Variable Resistor:

তবে কিছু রেজিষ্টর এমন রয়েছে, যাদের মান পরিবর্তন করা যায়। গঠন অনুসারে এগুলো Variable Resistor, Trimmer-Pot বা Potentiometer ইত্যাদি নামে পরিচিত। এ ধরণের রেজিষ্টরে সাধারণত Knob ব্যবহার করা হয়। প্রয়োজন অনুসারে এই Knob ঘুরিয়ে রেজিষ্টরের মান কম বা বেশি করা যায়।

নিচের ছবিতে বিভিন্ন ধরণের Variable Resistor-এর কিছু ছবি দেওয়া হলো।
Variable-Resistors


Fixed Resistor এর ক্ষেত্রে মান প্রকাশের জন্য যেমন Color Coding System রয়েছে, তেমনি Variable Resistor এর জন্য Value Coding System রয়েছে। পরবর্তী টিউটরিয়্যাল গুলোতে পর্যায়ক্রমে রেজিষ্টরের জন্য Color Coding System এবং Value Coding System নিয়ে আলোচনা করা হবে।


রেজিষ্টর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচের পোষ্ট গুলো দেখুন:

  • রেজিষ্টরের কালার কোডিং 
  • রেজিষ্টরের ভ্যালু কোর্ডিং
  • রেজিষ্টরের উপর তাপমাত্রার প্রভাব
  • রেজিষ্টরের সূত্র
  • আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক

 

You may also like our another blog website here. All of the same content is there, because of data backup and your compatibility. 

No comments